বাংলাদেশ | বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ | ৩০ কার্তিক,১৪৩১

জাতীয়

04-04-2018 11:06:43 AM

গণভবনে সপরিবারে ব্যাংক মালিকরা

newsImg

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে বেশির ভাগ ব্যাংক মালিকরাই আসেন স্ত্রীকে নিয়ে। মালিকদের সঙ্গে ব্যাংক ব্যবস্থাপকরাও ছিলেন।

গণভবনের সবুজ মাঠে অতিথিদের বসার জায়গা করা হয়। আপ্যায়নের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের খাবার। বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী মাঠে ঢুকে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন। তিনি এক ঘণ্টারও বেশি সময় কাটান তাদের সঙ্গে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুভেচ্ছা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

 

আই-নিউজ২৪.কম:নিলুফার ইয়াসমিন 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 5553 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends