বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র,১৪৩০

জাতীয়

01-04-2018 11:18:28 AM

আজ পবিত্র ইস্টার সানডে

newsImg

খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ। সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় শনিবার রাত থেকেই দিনটি উদযাপন করা হচ্ছে। ইস্টার সানডে উপলক্ষে রাজধানীসহ সারাদেশের গির্জাগুলো সেজেছে অপরূপ সাজে।

প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিস্টীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন এ বিশেষ দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। আজ রবিবার সকাল থেকেই এসব গির্জায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনাসভা ও খ্রিস্টযোগ।

সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হল ইস্টার সানডে। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টকে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসন ব্যবস্থা অক্ষুন্ন রাখার স্বার্থে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল।

মৃত্যুর তৃতীয় দিবস রবিবারে পুনরুত্থিত হয়েছিলেন যিশুখ্রিস্ট। পুনরুত্থানের ওই রবিবারটি ইস্টার সানডে হিসেবে পরিচিত। চল্লিশ দিনের রোজা পালন শেষে এ ইস্টার সানডে বিশ্বের সব খ্রিস্টভক্তের জীবনে বয়ে আনে নির্মল আনন্দ ও শান্তি।

খবরটি সংগ্রহ করেনঃ- i-news
এই খবরটি মোট ( 5365 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends