বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

বানিজ্য

18-12-2017 10:01:22 AM

প্রাইম ব্যাংকের নতুন এমডি রাহেল আহমেদ

newsImg

 প্রাইম ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন রাহেল আহমেদ। ইতোপূর্বে তিনি এই ব্যাংকের ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে মনোনীত করে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আন্তর্জাতিক এবং হোলসেল ব্যাংকিং-এ অভিজ্ঞতা সম্পন্ন ব্যাংকার রাহেল আহমেদ এক দশকেরও বেশী সময় ধরে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।  রাহেল নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিক্ট স্কুল অব বিজনেস থেকে ইন্টারন্যাশনাল বিজনেসের উপর এমবিএ ডিগ্রি নিয়েছেন। দুবাইয়ে সাত বছর দুটি বৃহত্তম রিজিওনাল ব্যাংক- এমিরেটস এনবিডি ব্যাংকিং গ্রুপ এবং ফার্স্ট গালফ ব্যাংকের ইসলামি ব্যাংকিংসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন। বিগত প্রায় তিন বছর তিনি প্রাইম ব্যাংকের বিজনেস মডেল পুনর্গঠনে ও সেন্ট্রালাইজেশনে মুখ্য ভূমিকা পালন করেন। 

খবরটি সংগ্রহ করেনঃ- nupur islam
এই খবরটি মোট ( 5636 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends