বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

বানিজ্য

19-11-2017 10:36:52 AM

ওয়ান ব্যাংকের রাউজান শাখা এখন নতুন ঠিকানায়

newsImg

ওয়ান ব্যাংকের রাউজান শাখার স্থান পরিবর্তন হয়ে রাউজান কলেজ মার্কেট, ১৩০৭ রাঙ্গামাটি রোড, রাউজান, চট্টগ্রামে স্থানান্ত্মরিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী এবং জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এমপি যৌথভাবে ১৫ নভেম্বর নতুন স্থানে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সাঈদ এইচ. চৌধুরী বলেন, ওয়ান ব্যাংক সর্বদাই এর গ্রাহকবৃন্দের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে বদ্ধপরিকর। আর এ কারণেই অত্যাধুনিক পরিসরে তাদের আরও উন্নততর সেবা দিতে ওয়ান ব্যাংক রাউজান শাখা এখন নতুন ঠিকানায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এ.বি.এম. ফজলে শহিদ চৌধুরী ও আফতাব রহিম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, রাউজান পৌরসভা প্যানেল মেয়র বশির উদ্দিন খান ও জমির উদ্দিন পারভেজ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উলস্নাহ, সহকারী কমিশনার (ভূমি) জুনায়েত আহমেদ সোহাগ এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কাজী রম্নকুনউদ্দীন আহমেদ, শওকত জামান, সৈয়দ নুরম্নল আমিন এবং ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরম্নল আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

খবরটি সংগ্রহ করেনঃ- Shakila Sultana lima
এই খবরটি মোট ( 2429 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends