বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

জাতীয়

24-11-2016 01:56:34 PM

সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ভারতে গ্রেফতার

newsImg

সিলেটের তারাপুর চা বাগানের ভূমি জালিয়াতি ও প্রতারণা মামলার পলাতক আসামি কথিত ‘দানবীর’ রাগীব আলীকে ভারতের করিমগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা। তিনি বলেন, রাগীব আলী যখন দেশ থেকে পালিয়েছিলেন তখন তার ভিসার মেয়াদ মাত্র ২০-২২ দিনের মতো ছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাকে দেশটির ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। দুপুরে তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। এদিকে, রাগীব আলী দেশে ফিরছেন এমন গুঞ্জন সকাল থেকে জকিগঞ্জ সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানকার সংবাদকর্মীরা তাই সকাল থেকেই কাস্টমস এলাকায় ভিড় করেন। উল্লেখ্য, গত ১০ আগস্ট আলোচিত মামলা দুটির গ্রেফতারি পরোয়ানা জারির পরই রাগীব আলী তার পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান। এরপর গত ১২ নভেম্বর ভারত থেকে দেশে ফেরত আসার সময় মামলার আরেক আসামি রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে গ্রেফতার করে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ। ওইদিন দুপুরে আটকের পর তাকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2878 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends