বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

রাজধানী

04-04-2018 11:03:22 AM

বাসচাপায় মা-মেয়ে নিহত, ভাঙচুর

newsImg

খুলনা মহানগরীর খালিশপুর থানার আলমনগর পোড়া মসজিদ এলাকায় বিআরটিসির একটি বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা বিআরটিসির অপর একটি বাস ভাঙচুর করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে গৃহবধূ শিমুল আকতার তার ছয় বছরের মেয়ে তন্বীকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বরিশালগামী বিআরটিসির একটি বাস তাদেরকে চাপা দিলে তন্বী ঘটনাস্থলেই মারা যায়। শিমুল আকতারকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তারও মৃত্যু হয়।

পরে উত্তেজিত জনতা বিআরটিসির ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস ভাঙচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বাসটি উদ্ধার করে খালিশপুর থানায় নিয়ে গেছে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বিআরটিসির বাসচাপায় মা ও মেয়ে নিহত ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

 

আই-নিউজ২৪.কম:নিলুফার ইয়াসমিন 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 9169 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends