বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র,১৪৩০

আন্তর্জাতিক

01-04-2018 01:59:20 PM

স্টিফেন হকিং-র অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ শ্রদ্ধা নিবেদন

newsImg

আজ শনিবার ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং-এর অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ শ্রদ্ধা নিবেদন জানাতে যাচ্ছেন তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীরা। ক্যামব্রিজে শনিবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে।

গত ১৪ মার্চ ৭৬ বছর বয়সে এ বিখ্যাত বিজ্ঞানীর জীবনাবসান ঘটে।

জানা গেছে, স্টিফেন হকিং ক্যামব্রিজেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। হকিং নীরশ্বরবাদী হিসেবে পরিচিত। কিন্তু, তার সন্তানরা তাদের বাবাকে চিরবিদায় জানাতে ক্যামব্রিজের বিশ্ববিদ্যালয় গির্জা ‘সেন্ট মেরি দি গ্রেট’কে বেছে নিয়েছেন।

হকিং-র সন্তানরা জানান, যারা হকিংকে ব্যক্তিগতভাবে জানেন এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুধুমাত্র তাদের জন্য উন্মুক্ত থাকবে।

তারা বলেন, ‘অন্ত্যেষ্টিক্রিয়ায় তাঁর জীবনের প্রসারতার ও বৈচিত্র্যের প্রতিফলন যাতে ঘটে সেজন্য তা হবে সর্বব্যাপী ও ঐতিহ্যগত।’

খবরটি সংগ্রহ করেনঃ- i-news
এই খবরটি মোট ( 4468 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends