বাংলাদেশ | বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪ | ২৫ আশ্বিন,১৪৩১

বিরোদী দল

18-02-2018 03:52:55 PM

খালেদার সঙ্গে দেখা হলো না ড্যাব নেতাদের

newsImg

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসক নেতারা।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের নেতৃত্বে কারাফটকে আসেন তারা। এরপর খালেদার দেখা পেতে একটি আবেদন জমা দেন কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) কার্যালয়ে। কিন্তু, সুযোগ না দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন আছে, তা জানান জন্য এসেছিলাম। কিন্তু, তার সঙ্গে আমরা দেখা করতে পারলাম না।

এ সময় ড্যাব নেতা ডা. মো. সিরাজুল হক ও ডা. মো. শহীদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি সংগ্রহ করেনঃ- i-news24.com
এই খবরটি মোট ( 5519 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends