বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

পড়াশুনা, পরীক্ষা ও ফলাফল

17-02-2018 05:42:15 PM

মুদি দোকানে মিলল এসএসসির খাতা

newsImg
আই-নিউজ২৪.কম : জয়পুরহাটে একটি মুদি দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এবারের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের হারানো ৫০টি উত্তরপত্র। গত বৃহস্পতিবার রাতে জয়পুরহাট শহরের সোনারপট্টি (বাজার গলি) সড়কের ওপর থেকে ২৫টি উত্তরপত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর বাকি উত্তরপত্রগুলোর খোঁজ চলছিল। এর মধ্যে গতকাল শুক্রবার সকালে জয়পুরহাটের বিশ্বাসপাড়া এলাকার মুদি দোকানি মো. শাহিন হারানো ৫০টি উত্তরপত্র নিয়ে থানায় হাজির হন। শাহিন পুলিশকে জানান, তার দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় খাতাগুলো পড়েছিল। জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মমিনুল হক হারানো ৫০টি উত্তরপত্র উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার জয়পুরহাট থেকে বিভিন্ন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মাইক্রোবাসে করে রাজশাহীতে গিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ইংরেজি প্রথম পত্রের উত্তরপত্র মূল্যায়নের জন্য নিয়ে আসেন। রাত ৮টার দিকে তারা জয়পুরহাট শহরের তৃপ্তির মোড়ে মাইক্রোবাস থেকে নেমে রিকশাযোগে উত্তরপত্রের বস্তাসহ নিজ নিজ বাড়ি চলে যান। এ সময় জয়পুরহাট চিনিকল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক গোলাম সরওয়ারও যথারীতি তার বহন করে আনা ইংরেজি প্রথম পত্রের ২০০টি উত্তরপত্রের একটি বস্তা রিকশায় উঠিয়ে শহরের সোনারপট্টি সড়ক হয়ে তার আরামনগরের বাসায় চলে যান। এর কিছুক্ষণ পর ওই সড়কের ওপর আসাদুল ইসলাম, পলাশ ও বেলাল নামে তিন পথচারী ২১টি এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের উত্তরপত্র পরিত্যক্ত অবস্থায় পেয়ে সঙ্গে সঙ্গে সেগুলো জয়পুরহাট থানায় নিয়ে গিয়ে জমা দেন। এর কয়েক মিনিট পর আরও এক পথচারী একই বিষয়ের চারটি উত্তরপত্র পরিত্যক্ত অবস্থায় পেয়ে সেগুলোও থানায় নিয়ে জমা দেন। পুলিশ ২৫টি উত্তরপত্র থানায় জমা নিয়ে এ বিষয়ে একটি জিডি রেকর্ড করে। এ সময় পুলিশ এই উত্তরপত্রগুলো কোথা থেকে কীভাবে ওই সড়কের উপর এলো, তার হদিস করার সময় জয়পুরহাট চিনিকল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক গোলাম সরওয়ার থানায় উপস্থিত হয়ে খাতা হারানোর কথা বলেন। তিনি জানান, বাড়ি গিয়ে রিকশা থেকে উত্তরপত্রের বস্তা নামানোর পর জানতে পারেন যে, অসতর্কতায় বস্তার মুখ খুলে ৭৫টি উত্তরপত্রের একটি প্যাকেট সড়কের কোথাও পড়ে গেছে। এর মধ্যে পথচারীরা ২৫টি পেলেও বাকি ৫০টি উত্তরপত্রের খোঁজ মিলছিল না। তবে শুক্রবার সকালে এসব উত্তরপত্রও উদ্ধার হয়েছে। : :

 

 

আই-নিউজ২৪.কম:নিলুফার ইয়াসমিন 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 7606 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends