বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

খেলা

27-01-2018 03:11:43 PM

সাকিবকে ২ কোটি রুপিতে নিল হায়দরাবাদ

newsImg

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১১ সালের পর থেকেই কলকাতা নাইট রাইডার্স পরিবারের নিয়মিত সদস্য হয়ে খেলে আসছেন সাকিব আল হাসান। এবার সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা। অনেক দিন পর এবার নিলামে উঠলেন বাংলাদেশি এ তারকা ক্রিকেটার।

আইপিএলে এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। শেষ পর্যন্ত ২ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে বিক্রি হয়েছেন তিনি। এর আগে আগে এই দলটিতে খেলেছেন বাংলাদিশ আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।

১১তম আইপিএল আসরের জন্য নিলামে উঠে আসা প্রথম ক্রিকেটার ভারতের শিখর ধাওয়ান। ৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে সাকিবের দল সানরাইর্জাস হায়দরাবাদ।

খবরটি সংগ্রহ করেনঃ- i-news24.com
এই খবরটি মোট ( 8435 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends