খোলা কলাম
রোহিঙ্গা -ফারুক হোসেন
রোহিঙ্গা
-ফারুক হোসেন
________________
ছবি বলে কথা
মনে জাগে ব্যাথা।
চলছে অবিরাম
মুসলিম নিধন
চোখে ঝড়ে অশ্রু
হৃদয়ে হচ্ছে কাদঁন।
বিশ্ব বিবেক আজ
চুপ থাকে কেন?
মুসলিমদের মানবাধিকার
থাকতে নেই যেন।
সাড়া বিশ্বে আজ
নির্যাতিত হচ্ছে মুসলিম
শান্তির কথা বলে যারা
তারাই এখন জালিম।
ওহে বিশ্ব মুসলিম
এসো ঐক্যের ছাদে
নইলে হবে নি:শেষ
হৃদয় যাবে কেঁদে।
শিক্ষা নিতে হবে
সোনালি অতিত থেকে
বীরের মত হও আগুয়ান
মনে সাহস রেখে।
খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 5432 ) বার পড়া হয়েছে।
Share This With Your Friends