বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

পড়াশুনা, পরীক্ষা ও ফলাফল

05-05-2017 12:07:13 AM

আজিমনগর মহিলা কারিগরি স্কুল এন্ড বানিজ্যিক কলেজে ১০০% পাস

newsImg

তাড়াশের আজিমনগর মহিলা কারিগরি স্কুল এন্ড বানিজ্যিক কলেজের এস এস সি ২০১৭ (ভোকেশনাল) পরীক্ষায় A+  সহ শতভাগ পাস করেছে ছাত্রীরা।বিগত বছরে ও এই প্রতিষ্ঠানটি শতভাগ ফলাফল উপহার দিয়েছে তাড়াশ বাসিকে।উক্ত প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্টের সাথে কথা বলে জানা যায় যে,ঐ প্রতিষ্ঠানে ছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি এই সাফল্য এসেছে।তিনি আর ও বলেন আমার প্রতিষ্ঠানের  মেয়েরা কোন প্রকার প্রাইভেট পড়তে হয় না।ক্লাসে মেয়েদের খুবই যত্ন সহকারে পড়ানো হয় এ জন্য মেয়েদের প্রাইভেট পড়তে হয় না।শতভাগ সাফল্যে শিক্ষক ,ছাত্রীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।A+পেয়ছে এমন ছাত্রীদের সংগে কথা বলার সময়  তারা বলে ,আমাদের এই সাফল্যে আমরা খুবই আনন্দিত এবং আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া ।এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে চির কৃতজ্ঞ যে আমরা প্রাইভেট বা কোচিং এ এক দিন ও না পড়ে ভালো ফলাফল করতে পেরেছি।  আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন এই প্রতিষ্ঠানটি আগামিতে আরো ভাল ফলাফল তাড়াশ বাসীকে উপহার দিতে পারে।

খবরটি সংগ্রহ করেনঃ- নিজস্ব সংবাদ
এই খবরটি মোট ( 2787 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends