বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

ইনফরমেশন টেকনোলজি

17-12-2016 11:15:28 PM

১৬ হাজার টাকায় মিলছে ল্যাপটপ

newsImg

মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকায় ল্যাপটপ পাওয়া যাচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত ল্যাপটপ মেলায়। এটির মডেল  আই-লাইফ জেড এয়ার। ইন্টেল কোয়াড কোর ও উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ল্যাপটপ এটি । মেলায় ১৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ল্যাপটপটি।এটি বাজারে এনেছে প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান সুরভী এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড।এয়ার জেড এর কান্ট্রি সেলস ম্যানেজার মোহাম্মাদ নাসির উদ্দিন সংবাদমাধ্যমকে জানান,‘দেখতেই পাচ্ছেন স্টলে ভিড়ের অবস্থা। আমরা এ মেলায় সব চেয়ে কমদামে পাওয়ারফুল ল্যাপটপ বিক্রি করছি। যা শিক্ষার্থী ও কর্পোরেট এক্সকিউটিভরা ব্যবহার করতে পারবে।  এটিতে আছে ইন্টেল কোয়াড কোর প্রসেসর ও অরিজিনাল উইন্ডোজ ১০ । দুই জিবি র‌্যাম ও ৩২ জিবি এসএসডি হার্ডডিস্ক সুবিধা রয়েছে। যা ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ১৪ ইঞ্চির ডিসপ্লে ল্যাপটপ এটি। সহজে বহন ও ব্যবহার করা যাবে ল্যাপটপটি।’ল্যাপটপটির ওজন মাত্র ১.৫৫ কেজি। পুরুত্ব ১৭.৯ মিলিমিটার। এই ল্যাপটপটির ব্যাটারিও শক্তিশালী। যা প্রায় ১০ ঘন্টা ব্যাকআপ দিবে।  আছে ইউএসবি পোর্ট টু। এইচডিএমআই ও এসডি পোর্ট তো থাকছেই।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 6230 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends