বাংলাদেশ | মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ | ৫ চৈত্র,১৪৩০

প্রবাসী

16-12-2016 10:40:19 AM

পর্তুগালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

newsImg

বাংলাদেশের গৌরবের ৪৫তম বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পর্তুগালের রাজধানী লিসবনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।গুড়ি গুড়ি বৃষ্টির উপেক্ষা করে ১৬ ডিসেম্বর (শুক্রবার) রাত ১২টা ০১ মিনেটের প্রথম প্রহরে  মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে লিসবনেব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পর্তুগাল আওয়ামী লীগ, বিএনপি, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন অব পর্তুগাল, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল, সিলেট বিয়ানীবাজার প্রবাসী কল্যান সমিতি, প্রগতিশীল ইয়ুথ ফোরাম সিলেট, ইউরোপ প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন পর্তুগাল শাখা, পর্তুগাল সাংবাদিক ফোরামসহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা।পরে শহীদ মিনারে মুক্তিযু্দ্ধের শহীদদের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর, ফরিদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম, প্রগতিশীল ইয়ুথ ফোরামের সভাপতি ফরহাদ মিয়া, ইউরোপ প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের শওকত ওসমান, বিয়ানীবাজার প্রবাসী কল্যাণ সমিতির মো. রিপন, আবুল কালাম আজাদ, কাজী ইমদাদ, ইউসুফ তালুকদার, একে রাকীব, আমীর সোহেল, দেলোয়ার হোসেন, পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 3179 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends