জনগণ / তত্তাবদায়ক সরকার

28-03-2016 02:56:00 PM

তনু হত্যার বিচার দাবিতে মিরসরাইয়ে মানবন্ধন

newsImg

চট্টগ্রাম : বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মিরসরাই সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ কর্মশুচি পালন করা হয়। এতে রাজনীতিক নেতৃবন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে।

মানবন্ধনে ‘নিরাপদ হোক নারীর পথচলা, আমার মাটি আমার মা খুনী ধর্ষকের হবে না, তনু হত্যার বিচার চাই আসামীদের ফাঁসি চাই, তনু আমাদের একজন, ২০ হাজার টাকার দরকার নাই-তনু হত্যার বিচার চাই, তনু হত্যার মধ্য দিয়ে ভুলণ্ঠিত হলো মানবতা, যৌন সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার চাই, জাতির চোখে আজ বিচারের আর্তি তনুর খুনীদের ফাঁসি চাই এমন নানা শ্লোগান লেখা প্লেকার্ড প্রদর্শন করা হয়।

মানবন্ধনে বক্তরা বলেন, বাংলাদেশের স্বাধীনতার মাসে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এভাবে তনু ধর্ষণের পর হত্যাকান্ডের শিকার হবে সেটা মেনে নেওয়া যায় না। আমরা তনু সহ সকল হত্যাকান্ডের বিচার চাই। মহান মুক্তিযুদ্ধের ৪৫ বছর পরও নারীর নিশৃংসতার শিকার হচ্ছে প্রতিনিয়ত। আমরা প্রশাসনের কাছে জোর দাবী জানাই তনুর মতো আর কোন নারীকে যাতে এভাবে অকালে প্রাণ দিতে না হয়।

প্রতিবাদ সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক এম মাঈন উদ্দিনের উপস্থাপনায় ও নির্বাহী সভাপতি সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার, মিরসরাই পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, মিরসরাই পৌরসভার কাউন্সিলর জহির উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা শাখার অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, মানবাধিকার কমিশন জোরারগঞ্জ ইউনিয়নের সহ-সভাপতি মো. জাবেদ, মিঠানালা ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মিলন, শিক্ষার্থী শ্রাবন্তী চৌধুরী প্রমুখ।