বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

বিনোদন

10-01-2018 10:09:24 AM

পোড়ামন ২ এর প্রথম দর্শনেই সিয়াম-পূজার ঝলক

newsImg

অনেক আলোচনার জন্ম দিয়ে গেল বছর শুটিং শুরু হয় ‘পোড়ামন ২’ ছবিটির। এ ছবির নায়িকা হিসেবে নির্বাচিত হয়ে চমক দেখান পূজা। এরপর আসে নায়কের পালা। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন’ দিয়ে বাজিমাত করেছিলেন সাইমন সাদিক।ছবিটির নতুন কিস্তিতে সাইমন থাকছেন এমনটি শোনা গেলেও শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। জাকির হোসেন রাজুর পরিবর্তে নির্মাতা হিসেবে অন্তর্ভূক্ত হন রায়হান রাফি। সকল আলোচনার পরিসমাপ্তি দিয়ে গেল বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছিল ‘পোড়ামন ২’ ছবির কাজ। টানা ৪০ দিনের মত মেহেরপুর ও কুষ্টিয়ায় এর শুটিং হয়।

খবরটি সংগ্রহ করেনঃ- masudur
এই খবরটি মোট ( 2732 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends