বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ,১৪৩১

শেয়ার বাজার

07-12-2016 03:36:33 PM

পুঁজিবাজারে সূচকের বড় ধরনের উত্থান

newsImg

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলে।দিনের শুরু থেকেই ক্রয়চাপে বাড়তে থাকে সূচক। দিনশেষে মূল্যসূচকের বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে।আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এদিকে আজ ডিএসইতে লেনদেনও সাড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৬৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬৮ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭৯৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দএদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৯৩ পয়েন্টে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2026 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends