বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১১ বৈশাখ,১৪৩১

শেয়ার বাজার

31-08-2016 12:51:38 PM

লুজারের শীর্ষে ন্যাশনাল টিউবস

newsImg

তৃতীয় কার্যদিবসে (৩০ আগস্ট) দেশের প্রধাণ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাতের ন্যাশনাল টিউবস লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লুজারের শীর্ষের রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসই: মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ন্যাশনাল টিউবসের শেয়ারদর ৯.১৯ শতাংশ কমে লুজারের শীর্ষে অবস্থান করছে।

ডিএসই’তে লুজারের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ঝিলবাংলা সুগার মিলসের শেয়ার দর কমেছে ৯.১৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ৮ শতাংশ, অগ্রনী ইন্স্যুরেন্সের ৭.৬৪ শতাংশ, রেনউইক যজ্ঞেস্বরের ৬.৯৪ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.৬৪ শতাংশ, আলহাজ টেক্সের ৬.৫৬ শতাংশ, রহিমা ফুডসের ৬.৪৭ শতাংশ, এমবি ফার্মার ৬.৩৪ শতাংশ এবং প্রগতী ইন্স্যুরেন্সের শেয়ারে লেনদেন ৫.৯১ শতাংশ কমেছে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2176 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends