বাংলাদেশ | শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪ | ২১ অগ্রহায়ণ,১৪৩১

আউটসোর্সিং

29-03-2016 05:51:15 PM

এক পলকেই অদৃশ্য হতে পারবে মানুষ

newsImg

এমন একটা চাদর যা গায়ে জড়িয়ে নিলেই, ব্যস্! আর কেউ দেখতে পাবে না। অন্যের চোখের সামনে অদৃশ্য হয়ে যাবে সেই মানুষটি। কল্পনা নয়, এটি একটি নতুন প্রযুক্তি যা এখন ব্রিটিশ সেনাবাহিনীর হাতের মুঠোয়। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করেছেন এক বিশেষ ধরনের ফেব্রিক, যা আসলে অনেকটা কাজ করে ক্যামোফ্লাজ (ছদ্মবেশ)-এর মতো।

নতুন আবিষ্কৃত এই ফেব্রিক যে পরিবেশে রয়েছে, তার রং ‘সেন্স’ করতে পারে কারণ এতে রয়েছে ছোট ছোট লাইট সেন্সিং সেল। রং চিহ্নিত করার পরে একটি ইলেকট্রিক সিগন্যালিং সঞ্চারিত হয় ওই ফেব্রিকে। ফেব্রিকের একবারে উপরের স্তরটি হিট-সেনসিটিভ ডাই প্রযুক্তিতে এর পরে রং বদলে আশপাশের পরিবেশের রং ধারণ করে।  

তাই যদি কেউ এই ফেব্রিকের চাদর গায়ে জড়িয়ে কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তবে একটু সময় পরেই সেখানকার পরিবেশ অনুযায়ী রং বদলে ফেলবে চাদর আর বেশ খানিকটা দূরত্ব থেকে কারও পক্ষে বোঝা দায় হবে যে সেখানে কেউ রয়েছে। 

ইতিমধ্যেই এই ‘ইনভিজিবিলিটি ক্লোক’ নিয়ে প্রাথমিক পরীক্ষা সেরে ফেলেছে ব্রিটিশ বাহিনী। আর কিছুদিনের মধ্যেই যুদ্ধক্ষেত্রেও এই অদৃশ্য চাদর ব্যবহার করা হবে বলে আশা করা যাচ্ছে।

খবরটি সংগ্রহ করেনঃ- i-news24.com
এই খবরটি মোট ( 3588 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends