বাংলাদেশ | বুধবার, এপ্রিল ২৪, ২০২৪ | ১১ বৈশাখ,১৪৩১

আন্তর্জাতিক

25-02-2018 04:48:24 PM

শ্রীদেবীর মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড

newsImg

অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে শোক আর সমবেদনা শুধু বলিউডেই সীমাবদ্ধ নেই। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কো

ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটারে দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘শ্রীদেবীর অকাল প্রয়াণ একটা বড় ক্ষতি। তিনি চলচ্চিত্র ইতিহাসে কিংবদন্তি ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে বহু চরিত্রে অভিনয়ই স্মরণীয় হয়ে থাকবে। শ্রীদেবীর পরিবারের প্রতি সমবেদনা রইল। তার আত্মার শান্তি কামনা করছি।’
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘চলচ্চিত্র তারকা শ্রীদেবীর চলে যাওয়ার খবরে শোকাহত। লাখো ভক্তদের হৃদয় ভেঙে তিনি চলে গেলেন। মুনদ্রাম পিরাই, লামহে ও ইংলিশ ভিংলিশের মতো ফিল্মে তার নৈপুণ্য এখনও অন্য শিল্পীদের জন্য অনুপ্রেরণাদায়ক। তার পরিবার ও ঘনিষ্ঠদের প্রতি সমবেদনা।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লিখেছেন, ‘একটি প্রজন্মের সবচেয়ে সেরা একজন অভিনেত্রী শ্রীদেবীর এভাবে অসময়ে চলে যাওয়ায় গভীর শোক প্রকাশ করছি। সমবেদনা জানাচ্ছি তার পরিবার, ইন্ডাস্ট্রির সহকর্মী ও ভক্তদের প্রতি।’
প্রয়াত এ শিল্পীর প্রতি শোক জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, রেলমন্ত্রী পীযুষ গোয়েল প্রমুখ।

৯৭৮ সালে বলিউডে অভিষেক হয়েছিল মায়াবী চোখ আর মিষ্টি হাসির নায়িকা শ্রীদেবীর। শুধু হিন্দিতেই নয়, তামিল, তেলেগুসহ ভারতীয় নানা ভাষার সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। কোনও সুনির্দিষ্ট নায়কের সমর্থন ছাড়াই অনেক সিনেমা ব্যবসাসফল হয়েছিলো তার অভিনয় দক্ষতায়। ভারতীয় চলচ্চিত্রে যখন পুরুষ অভিনেতাদের তুমুল দাপট এবং কাহিনি ছিল নায়কনির্ভর, ঠিক সেই সময়েই শ্রীদেবী অভিনেত্রী হিসেবে বহু সিনেমায় সাফল্য এনে দিয়েছিলেন। নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ অনেক রাজনীতিক। শোকাচ্ছন সাধারণ মানুষও।
 
 
 
i-news24.com
খবরটি সংগ্রহ করেনঃ- i-news24.com
এই খবরটি মোট ( 2294 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends