বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

জাতীয়

23-10-2017 06:19:03 PM

ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

newsImg

অনলাইন রিপোর্টার ॥ ভোলায় শাহবাজপুরের পাশে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

 জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ মন্ত্রিসভাকে এ তথ্য জানিয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের গ্যাসক্ষেত্র আবিষ্কারের তথ্য জানান।

 মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ভোলাতে বাপেক্স গ্যাস পাওয়ার জন্য কাজ করছে। সংবাদ পাওয়া গেছে যে একটি গ্যাস খনির সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে আন্দাজ করা হচ্ছে যে, এখানে ৭০০ বিলিয়ন কিউবিক ফিট বা বিসিএফ গ্যাস হয়ত আছে। আগে যে কূপ আছে সেটা ও এটা (নতুন কূপ) মিলিয়ে প্রায় এক ট্রিলিয়ন কিউবিক ফিট (ঘন ফুট) গ্যাসের সংস্থান ওখানে আছে বলে আমরা জানতে পেরেছি।’

তিনি বলেন, ‘এটা আমাদের দেশের জন্য সুসংবাদ।’ এক প্রশ্নের জবাবে শফিউল আলম জানান, ভোলায় শাহবাজপুরে যে গ্যাস কূপ রয়েছে সেটার পাশেই নতুন কূপটি আবিষ্কৃত হয়েছে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2422 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends