বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ,১৪৩১

বিজ্ঞান / আবিস্কার

19-12-2016 11:54:47 AM

যা আছে নকিয়ার নতুন ফোনে শুনলে অবাক হবেন….

newsImg

এক সময়ের সাড়া জাগানো ব্র্যান্ড নকিয়া স্মার্টফোনের মধ্য দিয়ে আবারও বাজারে ফিরছে, এখবর এতদিনে জেনে গেছে অনেকেই নকিয়া ২০১৭ সালে দুইটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা ইতোমধ্যেই দিয়েছে। ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল তৈরি করবে নকিয়ার স্মার্টফোন । নকিয়া ৫৩২০ এবং নকিয়া ডি১সি- মডেল দুইটির মাধ্যমে বাজারে প্রত্যাবর্তন করবে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি।সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ও বেঞ্চমার্কিং সাইটগুলোতে নকিয়ার একটি অ্যান্ড্রয়েডচালিত ফোনের তথ্য পাওয়া যাচ্ছে। ফোনটির মডেলের নাম ডি১ সি।আনটুটু বেঞ্চমার্কিং- এ থাকা তথ্যানুসারে নকিয়া ডি১সি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম চালিত। এতে আরো রয়েছে ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি বিল্ট-ইন স্টোরেজ, অ্যাডরিনো ৫০৫ জিপিইউ, কোয়ালকম ৪৩০ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 5889 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends