বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

জাতীয়

19-12-2016 11:31:05 AM

কিশোরগঞ্জের পলাতক মানবতাবিরোধী আসামীর মৃত্যু

newsImg

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মানবতাবিরোধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গাজী আব্দুল মান্নান (৮০) পলাতক অবস্থায় মারা গেছেন। সোমবার ভোর সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে এক আত্মীয়ের বাসায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ও করিমগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।  ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় গাজী আব্দুল মান্নান করিমগঞ্জ থানায় রাজাকার কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে সাধারণ মানুষ হত্যা, বাড়িঘরে অগ্নি-সংযোগসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়।২০১০ সনে করিমগঞ্জের আয়লা গ্রামের শহীদ মিয়া হোসেনের ছেলে গোলাপ মিয়া বাদী হয়ে মানবতাবিরোধীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে মামলা করেন। মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল তদন্ত করে ২০১৩ সনে মামলাটি আমলে নেয়।  ২০১৬ সালের ৩ মে ট্রাইব্যুনাল গাজী মান্নানসহ চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামীরা হলেন ক্যাপ্টেন (অব:) এটিএম নাসির উদ্দিন, অ্যাডভোকেট এটিএম শামসুদ্দিন ও হাফিজ উদ্দিন।  

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 790 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends