বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৫ বৈশাখ,১৪৩১

আন্তর্জাতিক

19-12-2016 09:28:23 AM

'কৃত্রিম স্ত্রী' তৈরি করলো জাপান

newsImg

জাপানে একাকীত্বে ভোগা পুরুষদের জন্য ভার্চুয়াল ওয়াইফ বা ডিজিটাল প্রযুক্তি দিয়ে তৈরি 'কৃত্রিম স্ত্রী' তৈরি করেছে ভিনক্লু নামে জাপানের একটি প্রযুক্তি কোম্পনি। হিকারি নামের এই স্ত্রীকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়, এমনকি 'স্বামী'কে টেক্সট মেসেজও পাঠাবে সে। , জাপানি অবিবাহিত তরুণদের টার্গেট করে তৈরি করা এই কৃত্রিম স্ত্রী ঘুম থেকে জাগাবে স্বামীকে, 'গুড মর্নিং' বলবে। আবহাওয়া কেমন জানাবে, ঘরের বাতি জ্বালাবে-নেভাবে, এসি বন্ধ করবে, স্বামীকে অফিসে যাবার আগে বিদায় জানাবে। স্বামী যখন কফি খাবে, তখন তাকেও হলোগ্রাফিক পর্দায় কফি খেতে দেখা যাবে। যখন স্বামী অফিসে কাজ করবে, তার ফাঁকে ফাঁকে নানা রকম বার্তাও পাঠাবে হিকারি। কাজ শেষে বাড়ি ফিরলে সে স্বামীকে স্বাগত জানাবে।ভার্চুয়াল স্ত্রী হিকারির দাম হবে ২,৭০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ টাকা। আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের শেষ দিকে এটি বাজারে পাওয়া যাবে।তবে, ইতিমধ্যে হিকারিকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারও কারও মতে, এটা তরুণদের অসামাজিক করে তুলবে। আবার অন্য অনেকের মতে, এটি একাকীত্ব ও বিষণ্ণতা কাটাতে সহায়ক হবে।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 718 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends