বাংলাদেশ | মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪ | ১০ বৈশাখ,১৪৩১

পড়াশুনা, পরীক্ষা ও ফলাফল

12-12-2016 03:40:31 PM

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

newsImg

সাইফুল মজুমদার,মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।১১ডিসেম্বর (রোববার) রাত ১১টা ৩০ মিনিটের দিকে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। একই সাথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃইন্জি.মোহাঃতৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ভর্তি পরীক্ষায় প্রকৌশল অনুষদ ভূক্ত ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১ থেকে ৮২৫ জনের সাক্ষাৎকার আগামী ১ও ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। লাইফ সায়েন্স অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১ থেকে ১৪৭১ জনের সাক্ষাৎকার আগামী ১ও ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।বিজ্ঞান অনুষদ ভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১ থেকে ১১০০জনের সাক্ষাৎকার আগামী ১ও ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিজনেস স্টাডিজ অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখায় ১ থেকে ২৭০, বিজ্ঞান শাখায় ১ থেকে ১৮৫ এবং মানবিক শাখায় ১ থেকে ১৪৫ জনের সাক্ষাৎকার আগামী ১ও ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন জানান, ভর্তি কার্রক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য কাজ চলছে।সাক্ষাৎকারে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি চলবে ২জানুয়ারী থেকে ৩ জানুয়ারী। ভর্তি ফলাফল ও সাক্ষাৎকারের সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.mbstu.ac.bd তে পাওয়া যাবে।প্রসঙ্গত, এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭’শ ৯৫ টি আসনের জন্য মোট ৬৬ হাজার ৭’শ ৩০ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করেছে।যেখানে আসন প্রতি প্রতিযোগিতা করেছে প্রায় ৮৪জন।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 752 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends