বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

পড়াশুনা, পরীক্ষা ও ফলাফল

10-12-2016 11:08:50 AM

জাবির র‌্যাগ উৎসবে রাজা-রানী পদে ৪ জন, সরগরম জাকসু

newsImg

শিক্ষা সমাপনী উৎসবের (র‌্যাগ উৎসব) প্রস্তুতি নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের (৩৯তম ব্যাচ) শিক্ষার্থীরা। এ উৎসব উপলক্ষে রীতি অনুযায়ী ব্যাচের মধ্য থেকেই নির্বাচিত হবে রাজা ও রানী।আর সেই রাজা-রানী পদে নির্বাচিত হতেই প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন। এদিকে সরগরম হয়ে উঠেছে জাকসু ভবন। দিনভর ব্যাচটির শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সেখানে।  জানা গেছে, রাজা ও রানী পদে বিশ হাজার টাকা মূল্যের মনোনায়নপত্র তুলেছেন ৪ জন। এদের মধ্যে রাজা পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন নাহিদ-ই-রাকীব জয় (মীর মশারফ হোসেন হল, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, বগুড়া) এবং যোবায়ের রহমান (শহীদ সালাম বরকত হল, নৃবিজ্ঞান, ফরিদপুর)। এছাড়া রানী পদে লড়ছেন, জয়া চাকমা (বেগম খালেদা জিয়া হল, ইতিহাস বিভাগ, রাঙামাটি) এবং লাইলা ফেরদৌস অন্তি (নওয়াব ফয়জুন্নেসা হল, অর্থনীতি বিভাগ, পাবনা)।  আগামী ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এদিনেই ব্যাচটির অন্য শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যাচের রাজা এবং রানী নির্বাচিত করবেন। এরপরই শুরু হবে র‌্যাগ উৎসবের আনুষ্ঠানিকতা।  

এদিকে র‌্যাগ উৎসবের প্রস্তুতিকে ঘিরে জমে উঠেছে জাকসু ভবন। দিনভর সেখানে চলছে উৎসবমুখর আড্ডা। ভবনের দেওয়ালে শোভা পেয়েছে র‌্যাগ লোগো। সেখানেই নিজেদের ছবি তুলে তা ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।  অন্যদিকে রাজা-রানী নির্বাচনকে ঘিড়ে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। স্ব স্ব পদে প্রতিদ্বন্দ্বীরা ভোট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে নাহিদ-ই-রাকীব জয় বলেন, 'নির্বাচনে দাড়িয়ে অনেক বন্ধুদের সাথে নতুন করে পরিচিত হচ্ছি। এটা নির্বাচন না করলে হয়তো সম্ভব ছিলো না। এটা সত্যি আমার জন্য অনেক বড় পাওয়া। বন্ধুদের ভালোবাসাই আমার আত্মবিশ্বাস। নির্বাচনে যদি জিততে পারি তবে একটা জমকালো র‍্যাগ উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস। 'যোবায়ের রহমান বলেন, 'আমরা সবাই এখানে বন্ধু। বন্ধুত্বের মধ্যে প্রতিযোগিতা হয় না। এখানে হয় মজা-মাস্তি। আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে চাই সুন্দর একটা প্রোগ্রাম হোক। আমার কাছে সকল ৩৯ এর বন্ধুবান্ধবীই গুরুত্বপূর্ণ। সবাইকে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করব এটাই আশা। 'লাইলা ফেরদৌস অন্তি বলেন, 'ক্যাম্পাস ছাড়ার আগে শেষবারের মত বন্ধুদের সাথে মজা করে নিতে চাই। আশা আছে, দেখা হবে বিজয়ে। 'তবে রানী পদে অপর প্রতিদ্বন্দ্বী জয়া চাকমা এ ব্যাপারে কোন মন্তব্য করেননি।এদিকে এ ব্যাপারে র‌্যাগ উৎসব উদযাপন কমিটির কোষাধ্যক্ষ ওয়ালিউল্লাহ ওলি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ও ২ জানুয়ারী ৩৯তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব আয়োজন করা হবে। আমরা একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি।  

 

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 938 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends