বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ,১৪৩১

বানিজ্য

08-08-2016 11:53:29 AM

পাট কেনায় মান বজায় রাখার নির্দেশ

newsImg

পাট কেনায় গুণগত মান বজায় রাখার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
তিনি বলেন, ‘আগে খোলা আকারে পাট কেনা হতো, তাতে গুণগত মান নিয়ে সন্দেহ থাকত। তাই বেল আকারে পাট কিনতে হবে, যাতে গুণগত মান বজায় থাকে। বেল আকারে পাট কিনলে গুণগত মানে নিয়ে কোনো সংশয় থাকবে না।’
রাজধানীর দিলকুশায় গতকাল রোববার বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) কার্যালয়ে উৎপাদন, পাট ক্রয় ও সার্বিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পাট কেনা নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। গুণগত মানের ব্যাপারেও কোনো ছাড় দেয়া হবে না।
পাট প্রতিমন্ত্রী বলেন, এ বছর থেকে পাটকলগুলোতে ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পন্ন করা হয়েছে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2508 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends