বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

আন্তরজাতিক রাজনীতি

03-06-2016 12:57:35 AM

বাংলাদেশিদের ভিসার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব সরকার

newsImg

বাংলাদেশিদের ওমরা হজ পালনের ভিসার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব সরকার। রোববার এ রয়্যাল এ্যম্বাসি অব সৌদি আরব থেকে এ সংক্রান্ত একটি চিঠি ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে  নিশ্চিত করেছে ধর্মমন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শফিক।

এর আগে উল্লেখযোগ্য সংখ্যায় বাংলাদেশি নাগরিক সৌদিতে ওমরা পালন করতে গিয়ে ফিরে না আসায় চলতি বছরের ২২ মার্চ সম্পূর্ণভাবে ওমরা ভিসা প্রদান বন্ধ করে দেয় সৌদি সরকার।

 

এক পরিসংখ্যানে সৌদি সরকার জানায়, ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০-৫০ হাজার মানুষ ওমরাহ পালন করতে সৌদি গিয়েছেন। তাদের ভিসার মেয়াদ ছিল ১৪ থেকে ২৮ দিন। এদের মধ্যে প্রায় দেড় হাজার হাজি দেশে ফিরেননি। তাই তখন এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

অবশেষে কিছুদিন আগে ধর্ম মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠির মাধ্যমে এই নিষেধাজ্ঞা তুলে নিলো তারা।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2297 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends