বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

বিজ্ঞান / আবিস্কার

29-03-2016 05:57:31 PM

বিডিএইচপিএ এবং ওয়ালেটমিক্সের মধ্যে চুক্তি

newsImg

ঢাকা: গতকাল ওয়ালেটমিক্সের কার্যালয়ে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিডিএইচপিএ) এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি হয়।

এই চুক্তির ফলে বাংলাদেশের যেকোনো ব্যাংকের ইস্যুকৃত ভিসা ও মাস্টার কার্ড ব্যবহার করে অনলাইনে নিবন্ধন ও রিনিউয়াল ফি দিতে পারবেন বিডিএইচপিএ এর সকল সদস্যগণ।

এছাড়াও বিডিএইচপিএ এর সদস্যরা সাশ্রয়ী মূল্যে ওয়ালেটমিক্স এর পেমেন্ট গেটওয়ে সেবা গ্রহণ করতে পারবে। 

চুক্তিটিতে ওয়ালেটমিক্সের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. হুমায়ুন কবির এবং বিডিএইচপি এর সভাপতি সালেহ আহমেদ।

এ বিষয়ে বিডিএইচপি এর ডিরেক্টর মোঃ মনিরুজ্জামান বলেন ‘নিঃসন্দেহে চুক্তিটি বিডিএইচপিএর জন্য একটি মাইলফলক এবং সকল সদস্যরা এতে দারুনভাবে উপকৃত হবেন’ ।

খবরটি সংগ্রহ করেনঃ- i-news24.com
এই খবরটি মোট ( 1567 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends