বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র,১৪৩০

আন্তর্জাতিক

19-03-2016 10:14:57 am

প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন গ্রেফতার

newsImg

নভেম্বরের প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আব্দেসালামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে সেদেশের পুলিশ।

পুলিশের সঙ্গে গোলাগুলি হলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। বেলজিয়ামের সন্ত্রাস বিরোধী পুলিশ তাকে রাজধানী ব্রাসেলসের মোলেনবেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। প্যারিস হামলার পর চারমাস ধরে তিনি পালিয়ে ছিলেন। শনিবারে বিবিসি বাংলার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে।

হামলার পর সে আবার ব্রাসেলসের একটি ফ্লাটে লুকিয়ে ছিল বলে পুলিশের ধারণা।
২৬ বছর বয়সী সালাহ আব্দেসালাম ফরাসি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে বেলজিয়ামে বসবাস করছেন। সেখান থেকে গিয়েই তিনি প্যারিসে হামলা চালিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকালে অভিযান শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। সেখানে একাধিক বোমা বিস্ফোরণ আওয়াজ পাওয়া গেছে। অভিযানে মনির আহমেদ আলাজ নামের আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, যার নামও পুলিশের খোজার তালিকার ছিল।

এই খবর জানার পর ইউরোপীয় ইউনিয়ন-তুরস্ক সম্মেলন ছেড়ে দেশের পরে রওনা হয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ বলেছেন, তার দেশ আশা করে, যত দ্রুত সম্ভব আব্দেসালামকে ফ্রান্সের কাছে হস্তান্তর করা হবে।

ওঁলাদ বলছেন, প্যারিস হামলার যারা পরিকল্পনা করেছে, সহায়তা করেছে, অর্থ দিয়েছে বা যারা প্রশ্রয় দিয়েছে, তাদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান চলবে।

গত নভেম্বরে প্যারিসের ওই হামলায় ১৩০জন নিহত হয়, আহত হয় অনেকে।
এর আগে সালাহ আব্দেসালামকে গ্রেফতার করতে ব্রাসেলস এবং প্যারিসে কয়েক দফা অভিযান চালানো হলেও তাকে আটক করা যায়নি।

খবরটি সংগ্রহ করেনঃ- I-news24.com
এই খবরটি মোট ( 5828 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends